চিনে নিন খাঁটি সোনা
শীত, গ্রীষ্ম, বর্ষা বিয়ের সিজন, বিয়ের কেনাকাটায় একটি বড় অংশ গহনা। বিয়েতে সোনার গয়না পরা চলে আসছে বহু যুগ হতে তার এই ধারাবাহিকতায় চলছে আমাদের দেশে।
Gold Necklace |
সবাই চেষ্টা করেন
সাধ্যের মধ্যে সব ধরনে গহনা কিনতে ও পরিধান করতে। গহনা শুধু সৌন্দর্য আর আভিজাত্যের
প্রতীকই । সব ঠিক হলেও একটি জিনিস সব সময় মাথায় রাখতে হবে যে, ভালো একটি গহনার দোকান
তবে আমার ধারনা মতে একটি দোকান আছে যেখান থেকে অন্ধ বিশ্বাসে সোনার গহনা কেনা যায়।
দোকান বা শো-রুমের নামটা হল চৌধুরী গোল্ড, যেখান হতে
আমিও আমার পরিবারে জন্য অনেক কেনা কাটা করছি। Chowdhury Gold এ যদি আপনারা গহনা কিনতে
যান তাদের জন্য নিচের সোনা হিসাব-কিতাব না জানলেও হবে কারণ প্রতিষ্ঠানটি বিশ্বাসযোগ্য।
সোনার হিসাবঃ
যে
খানে বা যে ভাবেই আপনি সোনা গহনা কিনবেন তার আগে যদি সোনার গহনার ওজন বা সোনার পরিমাপ
সম্পর্ক জানা থাকে তাহলে কোন কথায় থাকেনা। তবে যাদের সোনার হিসাবটি জানা নাই তাদের
জন্য কিছু উপকার হবে।
দেশীয় সোনার হিসাব-
- ১ ভরি= ১৬ আনা
- ১ ভরি= ৯৬ রতি
- ১ আনা= ৬ রতি
যেখানে
১৬ আনাতে এক ভরি, আর গ্রামের হিসেবে প্রতি ভরি ওজন হবে (11.664 gm).
গহনা কেনার সময় ভালোমানের স্বর্ণ কীভাবে চিনবেন?
সোনার
মান মাপা বা পরিমাপ হয় ক্যারেট দিয়ে। সাধারণত খাঁটি সোনা নরম। এই নরম সোনা দিয়ে
গহনা করা যায় না। এতে মেশাতে হয় সিলভার, তামা, দস্তার মতো ধাতু। ২২ ক্যারেট ও ২১ ক্যারেট সাধারণ মানুষ বেশি ব্যবহার করে থাকে যে গুলা একটু শক্ত আকারে হয়ে থাকে। সোনা
ব্যবহারের দিক বিবেচনা করলে গহনা হতে হবে চকচকে, তাই ২৪ ক্যারেট কে প্রসেসিং করে বা
খাঁত মিশিয়ে গহনাগুলি তৈরী করে।
২৪
ক্যারেট স্বর্ণ মানে ৯৯.৯ শতাংশ খাঁটি স্বর্ণ যাহাতে কোন প্রকার মেশান থাকেনা। ব্যবহার
উপযোগী গহনা ২২ ও ২১ ক্যারেট স্বর্ণ দিয়েই তৈরি হয়। ২২ ক্যারেট খাত বাদ গেলে ১ আনা ৩ রতি থাকে আর ২১ ক্যারেট খাঁত বাদ যায় ২ আনা ও ১৮ ক্যারেট খাঁত বাদ হয় প্রতি ভরিতে ৮ আনা।
হলমার্ককৃত সোনার গহনা
ইদানিং বড় বড় অলংকারের দোকানগুলোতে খাদ মাপার মেশিন থাকে। মশিনটার নাম হল স্পেকট্রোমিটার। স্পেকট্রোমিটার নামের ওই মেশিনে স্বর্ণে খাদ কতটুকু থাকে তাহা জানা যায় এবং আরও বলে দেবে কত ক্যারেটের স্বর্ণ আপনাকে দেওয়া হয়েছে।
স্পেকট্রোমিটার মেশিনটি Chowdhury Gold এ আছে এছাড়াও হলমার্ক মেশিনটিও আছে যার দ্বারা সকল গহনার হলমার্কও করা হয়। সোনার গহনা কেনার আগে সোনার গায়ে হলমার্ক আছে কিনা সেটা দেখে নিবেন।
সোনার গহনা পরিবর্তন নীতিমালাঃ
চৌধুরী গোল্ড
হতে কেনার পরে বদলে ক্ষেত্রে 10% বাদ যায় এবং বিক্রয়ের ক্ষেত্রে বর্তমান বাজার দরে
20% মূল্য বাদ দিয়া বাকী অর্থ প্রদান করা হয়। মজুরী ও পাথর সকল অবস্থায় বাদ যায়। বিক্রয়
ও বদলের সময় অনুগ্রহর্পূবক ক্যাশ মেমো সঙ্গে আনিবেন।
সোনা-একটি অসাধারণ ধাতু
যেহেতু সোনা একটি রাসায়নিক উপাদান, তাই সোনাকে নির্মাণ করা যায়না। এটি ব্যবহারের জন্য, অবশ্যই প্রকৃতির মাঝে এটিকে খুঁজতে হবে। ১৯.৩গ্রা/সেমি ঘনত্ব ৩ সমেত সোনা জলের থেকে ১৯ গুণ কাছাকাছি ঘন এবং পৃথিবীর ৫ম নিগূঢ়তম ধাতু। তবুও, সোনা তার খাঁটি রূপে অত্যন্ত নরম; এটি তার এমন একটি বৈশিষ্ট্য যা সেই ধরণের আরোপিত করা যায় যার মধ্যে সোনার পরমাণুগুলি নিজেদের কঠিন রূপে সংঘবদ্ধ করে।
Good idea for us.
ReplyDelete