চৌধুরী গোল্ড জুয়েলারির মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় আফগানি যাযাবরদের গয়না। নতুন ট্রেন্ডের ফরমাল বা ক্যাজুয়াল — সব আউটফিটের সঙ্গে এসব গয়নার অহরহ ব্যবহার তারই প্রমাণ। উৎসবে আফগানে মেয়েরা এখনো পরেন প্রচুর গয়না। প্রাচীন মুদ্রা , তামার ওপর মূল্যবান পাথর ও রঙের ব্যবহার , বর্ণিল কাচ , এমব্রয়ডারি , প্রিন্ট মোটিফের কাজ , এনামেলিং , কাটওয়ার্ক , আয়না , পম পম , রঙিন কাপড় - সুতা , কখনো আবার পুঁতি , গাছের শক্ত অংশ , মাটি — এসব দিয়ে তৈরি বহু বছরের সংস্কৃতি ও সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটে এসব গয়নায়। আফগানিস্তানের গয়নায় বহু বছর ধরে ব্যবহৃত হচ্ছে উজ্জ্বল নীল রঙের মূল্যবান পাথর লাপিস লাজুলি ও কোয়ার্টজ। জ্যোতির্বিদ্যায় এ দুটি পাথর সৌভাগ্য , প্রতিরক্ষা ও প্রশান্তির জন্য আদৃত। বর্তমানে এসব গয়না আন্তর্জাতিক ফ্যাশনের নতু ট্রেন্ড হয়েছে। নরমাল জিনস - টপস থেকে শুরু করে স্যুট , জ্যাকেট , শার্ট , স্কার্ট , কুর্তি - ফতুয়া , কাফতান , গাউন সব ধরনের আউটফিটের সাথে আফগান গয়না বেশ মানায়ও। এসব স্টাইল আমাদের দেশে কখনো ট্রাইব...
Comments
Post a Comment